10 w ·Traducciones

জীবন কখনোই সহজ নয়, আর সহজ হলে সেটাকে জীবন বলা যেত না। প্রতিটা দিন আমাদের জন্য নতুন একটা চ্যালেঞ্জ নিয়ে আসে, আর সেই চ্যালেঞ্জই আমাদের আরো শক্তিশালী করে তোলে। হাল ছেড়ে দেওয়া খুব সহজ, কিন্তু লড়াই চালিয়ে যাওয়াটা প্রকৃত সাহস। মনে রেখো, স্বপ্ন শুধু দেখা যায় না, সেই স্বপ্ন পূরণ করতে ঘাম, পরিশ্রম আর ধৈর্যের প্রয়োজন হয়।