এক সময় তুমি ছিলে ছোট্ট শিশু,
মায়ের কোলেই ছিলো তোমার জগৎ।
চোখে স্বপ্ন, মনে ভয় নেই কোনো,
শিশু বয়সটা ছিলো নির্মল সময়।
তারপর বড় হলে, স্কুলের মাঠে—
খেলার সাথী, পড়ার খাতা,
হাসি-আনন্দ, দুষ্টুমি ভরা
কেটে গেলো দিনগুলো।
যৌবনের পথে এলেনা কিছু ঝড়,
সপ্ন ভাঙলো, আবার গড়লো।
কখনো অশ্রু, কখনো হাসি,
তবুও তুমি থামোনি—
চলার পথে এগিয়ে গেছো।
আজ তুমি যে মানুষ,
তার পেছনে আছে হাজারো অভিজ্ঞতা,
ভুল আর শিক্ষা, প্রেম আর ব্যথা,
আশা আর সংগ্রাম।
তোমার জীবন এখনো চলছে,
এগিয়ে চলা মানেই নতুন গল্প লেখা।
প্রতিদিন সূর্য ওঠে তোমার জন্য,
তুমিও লিখে যাও নিজের কাহিনী—
যেখানে তুমি নিজেই নায়ক
喜欢
评论
分享
Rumi Akter
删除评论
您确定要删除此评论吗?