Md masum Billa  chia sẻ một  bưu kiện
10 Trong

পত্রের শুরুতে দিলাম তোমায়
শুভেচ্ছার লাল গোলাপ ফুল।
ক্ষমার দৃষ্টিতে দেখ তুমি
আমার পত্রে সকল ভুল।

তুমি আমার প্রথম প্রেম
প্রথম ভালবাসা।
তোমার সাথে থাকব সারা জীবন
এই আমার মনের আশা।

জানিনা প্রেম কাকে বলে
শুধু এই টুকু বলতে পারি।
বাঁচতে পারবনা আমি
তোমাকে কভু ছাড়ি।

তোমার চোখের দিকে তাকালে
কাঁপে দুরু দুরু বুক।
তবুও তোমাকে ভালবেসে
পাইযে আমি মনে সুখ।

তুমি আমার প্রথম প্রেম
প্রথম ভালবাসা।
তুমি আমার জীবনের
বেচে থাকার আশা।

আমার এই ভালবাসায়
নেই কোন ভুল।
আমার এই মন যেন
নিস্পাপ গোলাপ ফুল। পত্র দিয়ো আমায় তুমি
রহিলাম তোমার আশায়।
ভালবাসার পত্র লিখো
তোমার মনের ভাষায়।

সারা জীবন রেখো মনে
আমার প্রেমের স্মৃতি।
আর বেশী লিখবোনা
এই দিলাম ইতি।



ইয়াসমিন আক্তার

image