1 y ·übersetzen

গাছ আমাদের বন্ধু রে ভাই
গাছ আমাদের প্রাণ
গাছ আমাদের পরিবারের একজন
গাছ হল আল্লাহর দান।

গাছ আমাদের সাহায্য করে
অনেক কিছু দিয়ে
তার বদলে আমরা গাছের
প্রানটা নেই কেরে।

পৃথিবীতে গাছ কাটা বন্ধ করতে হবে
নইলে এই পৃথিবী প্রানহীন হবে।

image