এক গ্রামে ছিলো একটি ছোট মেয়ে, নাম রিমি। প্রতিদিন সে বাড়ির পাশে পুরনো গাছটার নিচে বসে থাকত। গাছটা ছিলো খুবই উঁচু, পাতায় ভরা, আর শেকড় যেন মাটির ভেতর শক্ত করে আঁকড়ে ধরেছে।

রিমি প্রতিদিন সেখানে বসে আকাশের দিকে তাকিয়ে কিছু একটা চাইত। সে চায়নি সোনা-রূপা, না খেলনা—সে শুধু চেয়েছিলো একদিন তার বাবাকে আবার কাছে পেতে। বাবা ছিলেন দূরের শহরে, কাজে ব্যস্ত।

দিন যায়, ঋতু বদলায়। কখনো গাছে ফুল ফোটে, কখনো পাতা ঝরে যায়। কিন্তু রিমির আশা ঝরে যায়নি। সে বিশ্বাস করত, একদিন বাবার হাত ধরে সে আবার সেই গাছটার নিচে বসে গল্প করবে।

একদিন হঠাৎ বিকেলে, দূরের পথ দিয়ে এক চেনা মানুষ আসতে লাগলো। কাঁধে ঝোলা, মুখে ক্লান্তি, তবু চোখে খুশি। রিমি দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল—
"বাবা! তুমি এলে!"

গাছটার পাতাগুলো যেন খুশিতে নেচে উঠল।
অপেক্ষার প্রতিদান মেলে, শুধু বিশ্বাস ধরে রাখতে হয়।