এক ছিল রাজ্য। সেই রাজ্যে সবাই সুখে-শান্তিতে থাকত, শুধু একটাই দুঃখ—প্রতি পূর্ণিমার রাতে আকাশে চাঁদ থাকলেও রাজপ্রাসাদের চারপাশ অন্ধকারে ঢেকে যেত।
রাজা বহুবার চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই সেই অন্ধকার কাটত না। একদিন রাজকন্যা লীলা স্বপ্নে এক বৃদ্ধ সাধুকে দেখল। সাধু বললেন—
“অন্ধকার কাটাতে হলে তোমাকে খুঁজে আনতে হবে চাঁদের মণি। সেটা লুকানো আছে পাহাড়ের ওপারে, নীল হ্রদের গভীরে।”
লীলা ভয় পেল না। পরদিন সে যাত্রা শুরু করল। পথে তাকে নানা বাধার মুখোমুখি হতে হলো—
🐍 সাপ পাহারা দিচ্ছিল বনে,
🌊 নদী তীব্র স্রোতে ভেসে নিতে চাইছিল,
🦅 আর আকাশ থেকে বিশাল পাখি তার পথ রোধ করেছিল।
কিন্তু লীলা প্রতিবার বুদ্ধি ও সাহস দিয়ে সব বাধা পার করল। অবশেষে নীল হ্রদের তলায় এক আলোকিত পাথর পেল—সেটাই ছিল চাঁদের মণি।
যেই সে রাজ্যে ফিরে এসে মণিটি প্রাসাদের চূড়ায় রাখল, অন্ধকার মিলিয়ে গেল।
সেই থেকে পূর্ণিমার রাতে শুধু আকাশ নয়, পুরো রাজ্যও আলোকিত হয়ে ওঠে।