12 w ·Traduire

মায়ের কোলে

মায়ের কোলে পৃথিবী শান্ত,
তাঁর স্নেহে নেই কোনো কান্ত।
ক্লান্ত প্রাণে সান্ত্বনা মেলে,
তাঁর চোখে ভালোবাসা খেলে।
তাঁর হাতের ছোঁয়ায় আশীর্বাদ,
ভয় মুছে যায়, হয় প্রভাত।
মায়ের ভালোবাসা চির অমল,
তাঁর মতো নেই আর কোনো সম্বল।