12 که در ·ترجمه کردن

স্বপ্নের পথে

চলো হাঁটি স্বপ্নের পথে,
ভয় নয়, শুধু সাহস রথে।
ভালো কিছু পেতে হলে,
মন লাগাও কর্মতলে।
ভুল হবে, তবু শেখো তাই,
প্রচেষ্টাই সফলতার দায়।
স্বপ্ন দেখো, করো কাজ,
একদিন হবে তারই সাজ।