9 میں ·ترجمہ کریں۔

জীবনের শেষ বেলায় এসে মনে হবে
এক হাত জমির জন্য প্রতিবেশির সাথে ঝগড়া ছিল ভুল! রাত জেগে মিথ্যা সপ্ন বুনে কারো সাথে চ্যাট করাটা ভুল ছিল! কাউকে কষ্ট দিয়ে কঠিন কথা বলাটা ভুল ছিল! দূর্বল কাউকে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা দেখানো ভুল ছিল!
অনেক টাকা রোজগার করতে না পারলে ওহ বড় কোনো ক্ষতি হয়নি! জীবনের শেষ সময়ে এসে, কষ্ট ছাড়াএকটু স্বাভাবিক মৃ*ত্যুই হবে শেষ চাওয়া!
শেষ বেলায় মনে হবে!
মানুষের দোয়াটাই ছিলো সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা আমি অর্জন করতে পারিনি! মানুষের মনে কষ্ট দেওয়াটাই ছিলো সবচেয়ে বড় ভুল!
শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা নিঃশ্বাসের কষ্টে শুধু মানুষের দোয়াটাই মনে হবে সবচেয়ে মূল্যবান!

অথচ আমারা এতোকিছু ভেবেও যৌ*বনকালে নিজেদের নিয়ন্ত্রণ রাখতে পারি না আপসোস 😢😟🙏🤎