8 में ·अनुवाद करना

বিশ্বের অসংখ্য শিশু বিশেষজ্ঞ,গবেষণা প্রতিবেদন ও বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান থেকে একাধিকবার প্রমাণ করা হয়েছে যে, ছোটবেলা থেকেই বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া কতটা ভয়ংকর রূপ নিতে পারে।
এমনকি এ সম্পর্কে অসংখ্য ডকুমেন্ট্রিও পাওয়া যায়যেখানে দেখা যায় ছোট বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে অভ্যাস করাটা হুট করে মোবাইল তাদের কাছ থেকে কেড়ে নেয়া যেন তাদের সাথে যুদ্ধ ঘোষণা করার সমান।কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য বর্তমান অধিকাংশ বাবা-মা তাদের কাজকে প্রধান্য দিতে গিয়ে বাচ্চাদের শান্ত রাখার জন্য মোবাইল তাদের হাতে তুলে দিচ্ছে। কিছু গবেষক তো মনে করছেন, তাদের হাতে মোবাইল তুলে দেওয়া মানে পারমানবিক বোমা তুলে দেওয়ার সমান। যা তাদের শারীরিক গঠন মানসিক গঠন বুদ্ধিবিত্ব ও বিভিন্ন ধরনের সমস্যা তৈরির জন্য যথেষ্ট। তাই সময় থাকতেই সাবধান থাকুন- বাচ্চাদেরকে যথেষ্ট সময় দিন, মোবাইল নয়। তাদের খেলাধুলার ব্যবস্থা করে দিন এবং তাদের সমবয়সীদের সঙ্গে থাকার মেশার ও বেড়ে ওঠার ব্যবস্থা করুন।