8 di ·Menerjemahkan

আমার দুনিয়া খুবই ছোট। আমার দুনিয়াতে গুনে গুনে কয়েক জন মানুষের বসবাস। এক গাদা ফ্রেন্ডস নেই, ভাই ব্রাদার নেই, দাদা-দাদু, নানা-নানু নেই, হাতে গোনা অল্প কয়েক জন আত্মীয় স্বজন, তা ও ঈদে ছাড়া কথা ও হয় না। এই ছোট্টো দুনিয়ায় আমার সবচেয়ে প্রিয় এবং ভালোবাসার মানুষ ছিল আমার আম্মু। আম্মু নেই তা ও আছে, আমার আশে পাশে ই আছে। আম্মুর পরে যদি আমি কাউকে ভালোবাসি সেটা আমার বোন। ও খুব অসহায় একটা বাচ্চা। একদম ছোটো বেলায় আম্মুর ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। আমার বুক ফেটে যায় মনে করলে, ক্লাস ৪/৫ এর একটা বাচ্চা মার যত্ন ছাড়া কিভাবে সারভাইভ করেছে। ও আমার বোন কিন্তু আমার সন্তানের মতো। যদি কখনো আমি বিয়ে করি, কখনো মা হই তাহলে সেটা হবে আমার দ্বিতীয় বার মা হওয়া। আমার বোন আমার প্রথম সন্তান। আমি আমার শরীরের শেষ রক্তটুকুও দিয়ে দিতে পারব আমার বোনের জন্য god promise. আমি এতটাই ভালোবাসি আমার বোনকে। কিন্তু আমি ওকে অনেক বকি, শাসন করি, নিজের আনকন্ট্রোল্ড রাগ জেদ ওর উপর ঝাড়ি। পরে খুব খারাপ লাগে। ইচ্ছে করে ছোটো বেলার মতো কোলে নিয়ে ঘন্টা খানিক জড়িয়ে ধরে আদর করি। ও আমায় ভালোবাসে জানি কিন্তু এখন কি আর আগের মতো বাসে? নাকি শুধু মায়া করে। আমার ভালোবাসার মানুষগুলো এত কম যে আমি ভয় পাই এই ২/১ জন আমায় ভালো না বাসলে আমি কোথায় যাব।কেন বাঁচব।Sn Sushri আমি তোকে মার মতো আনকন্ডিশনাল লাভ করি। আমি আমার জীবন দিয়ে হলেও তোকে সুখী দেখতে চাই। দুনিয়াতে কারো জন্য যদি আমি মরতে পারি সেটা তুই।আমার ছোট্টো প্রিন্সেস আল্লাহ যেন আমায় আর তোকে কোনো দিন আলাদা না করে। আল্লাহ যেন আমায় ধৈর্য দেন রাগ কন্ট্রোল করার ক্ষমতা দেন আমীন। এত বড় হয়ে গেছিস যে, কাছে ডেকে এই কথাগুলোর ২% ও বলতে লজ্জা লাগে,অনুভূতি প্রকাশ করতেও লজ্জা….এত বড় হলাম কেন?