8 sa ·Isalin

তুমি যতবার ব্যর্থ হবে, ততবারই নতুন কিছু শেখার সুযোগ পাবে। ব্যর্থতা মানে শেষ নয়, এটি নতুন শুরু। যতবার পড়ে যাবে, ততবার উঠে দাঁড়াও। একদিন এই লড়াইগুলোই তোমাকে সফল মানুষের আসনে বসাবে।