7 w ·Traducciones

আসসালামু আলাইকুম আমার মা-ও বোনের ও ভাই দের বলছি কিছু দিন ধরে নিউজফিলডে একটা পোষ্ট দেখতেছি নারী কিসে আটকায়,
এই প্রশ্নটি সোশ্যাল মিডিয়ায় না করে, একটু ভাবুন,
একটু অনুভব করুন, একটু বুঝতে শিখুন_
আসলে নারী কিসে আটকায়।
নরী আটকায় দ্বীনদারিতায়,নারী আটকায় সম্মানে, নারী আটকায় ব্যাক্তিত্বে, নারী আটকায় যত্নে, নারী আটকায় ভালোবাসায়।
নারীকে আটকানোর জন্য লক্ষ লক্ষ টাকার প্রয়োজন হয় না। নারীকে আটকানোর জন্য আপনাকে দিনরাত নারীর পিছন পিছন ঘুরতে হবে না।
নারীকে আটকানোর জন্য আপনার দ্বীনদারিতা,মনের শুদ্ধতা,পবিত্রতা, এবং বিশ্বস্ততা'ই যথেষ্ট।