🌊 ৭️⃣ কীর্তনখোলা নদী
কীর্তনখোলা নদী বরিশাল শহরের প্রাণ। এটি বরিশালের বাণিজ্য, কৃষি, ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বর্ষায় নদী জেগে ওঠে প্রাণে, শীতে তা হয়ে ওঠে শান্ত ও নাব্য। এই নদী দিয়ে প্রতিদিন শত শত নৌকা ও লঞ্চ চলাচল করে। কীর্তনখোলা নদী বরিশালের জীবনধারার প্রতিচ্ছবি।
#কীর্তনখোলা_নদী
喜欢
评论
分享