যে কোন কিছু পরিমাপের জন্য প্রয়োজন একটি আদর্শ পরিমাণ যার সাথে তুলনা করে অন্য বস্তু পরিমাপ করা যায় পরিমাণের মানকেই বলা হয় পরিমাপের একক পরিমাপের ক্ষেত্রে এককের প্রয়োজনীয়তা অসীম অপরিসীম পরিমাপের একক উল্লেখ না থাকলে বস্তুটির পরিমাপ সম্পর্কে প্রকৃত ধারণা পাওয়া যায় না যেমন কোন বস্তুর দৈর্ঘ্য ৫ বললে বস্তুটির দৈর্ঘ্য সম্পর্কে প্রকৃত ধারণা পাওয়া যায় না যদি একক উল্লেখ থাকে যেমন পাঁচ মিটার বা পারসেন্টিমিটার তাহলে বস্তুটির দৈর্ঘ্য সম্পর্কে ধারণা পাওয়া যায়
Me gusta
Comentario
Compartir