কঠোর পরিশ্রম (hard wor)
আকস্মিকভাবে বা ধৈর্যক্রমে কোন সাফল্য পাওয়া যায় না। এর জন্য প্রস্তুতি ও চরিত্র বল দরকার। প্রত্যেকেই বিজয়ী হতে চাই কিন্তু কতজন প্রস্তুতির জন্য সময় দিতে ও পরিশ্রম করতে ইচ্ছুক? এই প্রস্তুতির জন্য শৃঙ্খলাবোধ ও আত্মত্যাগের প্রয়োজন। কঠিন পরিশ্রমের কোন বিকল্প নেই। হেনরি ফোড বলছিলেন, যত বেশি পরিশ্রম করবে তত বেশি ভাগ্যবান হবে। পৃথিবীতে অনেক ইচ্ছুক কর্মী আছেন তাদের মধ্যে কিছু আজ কাজ করতে ইচ্ছুক আর অন্যরা চায় তাদের দিয়ে কাজ করিয়ে নিক। আমি অর্ধেক দিন কাজ করতে চাই তো সে প্রথম ১২ ঘন্টায় হোক বা দ্বিতীয় ১২ঘন্টা হোক। অভিধানের ওপর বসে থাকলে যেমন বানান শেখা যায় না তেমনি কঠোর পরিশ্রম ছাড়া কেউ কোন কিছুর করার ক্ষমতা অর্জন করে না। পেশাদার ব্যক্তিরা তাদের কাজ কর্মের মূল বিষয় গুলি আয়ত্ব করেছে বলে কাজকে সহজে আয়ত্ত করতে পারে। এ প্রসঙ্গে মাইকেল এঞ্জেলো বলেছেন, লোকে যদি জানতো, আমার আজ এত বিস্ময়কর মনে হতো না। কোন কোম্পানির কর্মকর্তা একজন প্রার্থীর সম্পর্কে খোঁজ খবর করেছিলেন।ষ