🥀অধ্যবসায় শক্তি 🥀
অধ্যাবসায়ের বিকল্প নেই। যাদের সহজাত দক্ষতা আছে তাদেরও অধ্যাবসায়ের প্রয়োজন। প্রকৃতপক্ষে সহজাত দক্ষতা ছিল, অথচ সফল হতে পারেননি। এমন লোকের সংখ্যা কম নয়। প্রতিভাবানদের ও অধ্যাবসায়ের প্রয়োজন। কথায় আছে, সাফল্যবিহীন প্রতিভা, অর্থাৎ প্রতিভা থাকলেই সফল হওয়া যায় না। শিক্ষা ও অধ্যাবসায়ের বিকল্প নয়। শিক্ষিত অথচ অসফল মানুষের পৃথিবী ভর্তি। অধ্যাবসায় ও দৃঢ় প্রতিভা মানুষরাই সর্বশক্তিমান। আপনার ক্ষমতা সর্বপ্রথম রূপে প্রকাশ করার সহজ নয়। পথে অনেক বাধা বিপত্তি। বিজয়ীরা বাধা-বিপত্তি অতিক্রম করে আর ও কঠোর প্রতিভা নিয়ে কর্মক্ষেত্র প্রত্যাবর্তনের ক্ষমতা রাখেন। প্রসেদ্ধি বেহালাবাদক ফ্রিটৎস ক্রিয়লার কে বার জিজ্ঞেস করা হয়েছিল, তুমি কি করে এত ভালো বাজাও। আর কিছু ব্যাপার নেই এর মধ্যে। যদি এক মাস অনুসরণ না করি তবে আপনি কথা বুঝতে পারবেন। এক সপ্তাহ না করলে আমার নিশ্চয়ই বুঝতে পারবেন। আর একদিন অনুসরন না করলে আমার কাছে তফাৎ ধরা পড়বে। অধ্যবসায় বা হার শিকার না করে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজন দৃঢ় সংকল্প।