❤️😉ঝুঁকি নিতে অনিচ্ছা 😉❤️
সাফল্যের জন্য বিচার বিবেচনা পূর্বক ঝুঁকি নিতে হয়। ঝুঁকি নেওয়া মানে বোকার মত জোয়ার বাজি ধরা নয় কিংবা দায়িত্ব জ্ঞানহীন ব্যবহার না। অনেকে কখনো কখনো দায়িত্বজ্ঞানহীন হঠকারীতাকে ঝুঁকি বলে ভুল করেন। এর ফলে যখন উল্টো ফল ফলে তখন ভাগ্যকে দোষ দেয়। ঝুঁকি নেয়া একটি আপেক্ষিক ব্যাপার। যুগের অর্থ ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্ন ভিন্ন প্রশিক্ষণের ফলে ঝুঁকি নেয়ার বিপদকে কমিয়ে দেওয়া যায়। একজন প্রশিক্ষণপ্রাপ্ত পর্বতারোহী এবং একজন অনভিজ্ঞ ব্যক্তি দুজনের ক্ষেত্রে পর্বতারোহনের দু'রকম ঝুঁকি আছে। কিন্তু যিনি প্রশিক্ষণপ্রাপ্ত তার আছে এই ঝুঁকি বিবেচনাহীন ঝুঁকি নয়। যখন উপযুক্ত প্রশিক্ষণ, জ্ঞান অর্জন, নিজের আত্মবিশ্বাস, ও যোগ্যতা তৈরি করার পর ঝুটি নেয়া হয়, তখন তাকে দায়িত্বজ্ঞানহীন ঝুঁকি বলা যায় না। যে ব্যক্তি কখনো কোন কাজ করে না, তার ভুল হয় না। তার কাজ না করাটাই সবচেয়ে বড় ভুল। সিদ্ধান্তহীনতার জন্য অনেক সুযোগ নষ্ট হয়। সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতা ক্রমে ক্রমে অভ্যাসে পরিণত হয়। সুতরাং ঝুঁকি নেয়া উচিত কিন্তু জোয়ার বাজির মত অযৌক্তির ঝুঁকি নয়। কাজে যারা ঝুঁকি নাই তারা চোখ কান খোলা রাখে। কিন্তু জুয়াড়িরা অন্ধকারে গুলি ছোড়ে।