যেদিকে তাকাই শুধুই দ্বন্দ্ব হিংসায় ছড়াছড়ি। অসহায় কত চোখের জলেতে থেমে যায় হাত ঘড়ি। ভালো-মন্দের হিসাবটা রেখে পৃথিবীটা দূরে চলে। কত অভিশাপ ছাতারে চলেছে কান্নার নোনা জলে। হিসাবটা সব কর্মেরই হবে কেউ থাকবে না বাকি। সময়ের কাছে কেউ কখনো দিতে পারেনা ফাকিং।