1 y ·перевести

গ্রাফিস্ক বাই তারনা আপু

কথায় আছে...
কথার নাম মধুরানী যদি কথা কইতে জানি।
!
!
এক গবেষণায় পাওয়া গেছে,,শিম্পাঞ্জির সাথে মানুষের যে জীনগত পার্থক্য তা হলো মাত্র দুই পার্সেন্ট। আর ওই দুই পার্সেন্ট পার্থক্য হলো শব্দ এবং অনুভূতি প্রকাশ করার ক্ষমতা।
তাই বুঝতে হবে...
মূলত আমরা চেহার থেকেও অনেক বেশি পরিচিতি লাভ করি কথার জন্য। আমাদের কথা বলার ক্ষমতা আমাদেরকে যেমন প্রনীদের থেকে আলাদা করে। ঠিক তেমন অনেক উঁচু স্থান থেকে নিন্ম স্থানেও রুপান্তর করে।
চিত্রে একজন ভিনদেশী তারা যার নাম রেখেছি অঘটনঘটনপটিয়সী।নসমটা নিয়েও একটা মজার ঘটনা আছে।( অন্য একদিন লিখবো)
যার মানুষকে নিয়ে পরচর্চার শেষ নেই।তার জীবনের টুকটাক গল্প নিয়ে গল্প সাজাচ্ছি।
গল্প গুলো কয়েকটা পর্ব করবো।খুব বেশি করার ইচ্ছে নেই। যতটুকুই করি আমাদের বর্তমান জীবনের কোনটা হারাম কোনটা হালাল তার যে ঠিক নাই। পুরোটাই যে আমরা গুলিয়ে ফেলছি! এগুলো নিয়ে থাকবে এপিসোডগুলো সবাইকে দেখার আমন্ত্রণ রইলো আমার পেইজে।

(ছবিতে পরচর্চা করতে করতে জ্বীহা পেচিয়ে ঘুরিয়ে শেষ তাও শেষ হয়নি মানুষের সম্পর্কে পরনিন্দা করা)

image