জীবনে যখন দম বন্ধ হয়ে আসে,
প্রতীক্ষা যখন পাহাড়সম লাগে,
আর মনে হয় কিছুই আর সহ্য করার শক্তি নেই—
তখনই দাঁড়িয়ে পড়ো তাহাজ্জুদের জায়নামাজে।
কারণ, আল্লাহ বলেন না— সমস্যাহীন জীবন দেব,
তিনি বলেন— ধৈর্য ধরো, আমি আছি তোমার সাথে।
ধৈর্য ধরে যাচ্ছো?
ঠিক পথে আছো।
কিন্তু শক্তি পাচ্ছো না?
তাহলে রাতের শেষ প্রহরে বলো—
“ইয়া রব, তুমি না ধরে রাখলে আমি হারিয়ে যাব।”
আর আল্লাহ কখনো তাঁর কাছে কেঁদে চাওয়া বান্দাকে
খালি হাতে ফিরিয়ে দেন না ✨💛
তাই ভেঙে পড়ো না, ঘুম ভাঙিয়ে উঠো,
দোয়া করো… তিনিই পথ খুলে দেবেন।
إعجاب
علق
شارك