7 d ·Menerjemahkan

–)()( আল্লাহ ভাঙা জিনিসগুলো অদ্ভুত সুন্দরভাবে ব্যবহার করেন। মেঘ ভেঙে বৃষ্টি ঝরান। মাটি ভেঙে বের করে আনেন ফসল। ফসল ভেঙে বীজ। আর সেই বীজ হয় চারা। সেই চারা থেকে একদিন মহীরুহ। যদি কখনো নিজেকে ছিন্নভিন্ন মনে হয়, তবে জেনে রাখুন আল্লাহ আপনাকে খুব ভালো কিছুতে রূপান্তর করার পরিকল্পনা করছেন। –)()(