যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে,,
আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে।
বুঝায় যায় সে দেশে দূর্নীতিবাজ রা থাকবে ৫ তলায় আর জ্ঞানী গুনীজনরা থাকবে ফুটপাতে না হয় গাছ তলায় এটাই তো স্বাভাবিক।
মনে রাখবেন ৪ টি বিষয়ে কখনো লজ্জা পাবেন না:
১. আপনার পুরাতন জামাকাপড়।
২.আপনার সাধারণ জীবনযাপন।
৩.নিজের বাবা-মা
৪.গরীব বন্ধু।
সব সময় মাথায় সরন রাখবেন,
যেখানে অবহেলিত কোনো গুরুত্ব নেই সেখানে বার বার যাবেন না।
সে,ক্ষেত্রে তা কারো বাড়ি হোক কিংবা মন।
আসলে মানুষ জাতিটাই আজব অন্ধ বিশ্বাসে ডুবে গিয়ে তলিয়ে যায় শেষমেশ দোষ টা হয় পানির।
আর যদি হোচট খায় তাহলে যে রাস্তায় হেঁটেছে বা যে পাথরের মাঝে আঘাত পেয়েছে দোষ টা সে দিকে দেওয়া হয়
Tycka om
Kommentar
Dela med sig