46 में ·अनुवाद करना

উল্লুক ভাল্লুক জোড়া জোড়া
মারবো চাবুক চলবে ঘোরা।

3 में ·अनुवाद करना

কিছু মানুষ আসে শুধু ভাঙার জন্য, কিন্তু ভাঙার মাঝেও আমরা জোড়া লাগতে শিখি। এখন আর কাঁদি না—কারণ এখন আমি নিজের জন্য বাঁচি।

3 में ·अनुवाद करना

নিজেকে দুর্বল ও শক্তিহীন মনে করলে চলবে না,,,
তুমি মানুষ _______ তোমার ভেতরে এই
ইচ্ছা শক্তি থাকতে হবে ____যে শক্তির সামনে গিরি মাথা নত করে,,,
বিশ্ব সংসার কাঁপতে থাকে।
,,,,,,,,,,,,,

4 में ·अनुवाद करना

মন খারাপ হবেই, হতাশা আসবেই।

এমনও পরিস্থিতি আসবে আপনি ভেতর থেকে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবেন। তবুও সর্বশক্তিমানের উপর বিশ্বাস রাখতে হবে, কখনো তাওয়াক্কুল হারাবেন না।

ভুলে গেলে চলবে না যে- এটা দুনিয়া, জান্নাত নয়!

দুনিয়াবি সমস্ত কষ্ট-আঘাত-অপ্রাপ্তি আপনাকে বারবার আপনার রবের কথা স্মরণ করিয়ে দিবে, রবের আরও প্রিয় করে তুলবে ইনশাআল্লাহ!

তাই হতাশ হওয়া যাবে না সামনে এগিয়ে যেতে হবে চেষ্টা করতে হবে।

Don't waste time on jealousy. Sometimes you're ahead, sometimes you're behind..

4 में ·अनुवाद करना

তুমি হাসলে আকাশও হাসে,
দুঃখ হলে হৃদয় বাসে।
জীবন চলবে পথে পথে,
বদলে যাবে সময়, মাটি, আকাশেতুমি হাসলে আকাশও হাসে,
দুঃখ হলে হৃদয় বাসে।
জীবন চলবে পথে পথে,
বদলে যাবে সময়, মাটি, আকাশেতুমি হাসলে আকাশও হাসে,
দুঃখ হলে হৃদয় বাসে।
জীবন চলবে পথে পথে,
বদলে যাবে সময়, মাটি, আকাশেতুমি হাসলে আকাশও হাসে,
দুঃখ হলে হৃদয় বাসে।
জীবন চলবে পথে পথে,
বদলে যাবে সময়, মাটি, আকাশে

5 में ·अनुवाद करना

গোপালগঞ্জে বুধবার দিনভর সংঘর্ষের পর রাত থেকেই কারফিউ চলছে।২২ ঘণ্টার এই কারফিউ চলবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত। আজ সকালে শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ দেখা গেছে। তবে রাস্তায় রিকশা, ভ্যানসহ হালকা কিছু যানবাহন চলছে। মানুষের উপস্থিতিও কম। পুলিশের গাড়ি বিভিন্ন এলাকা টহল দিচ্ছে। সেখানকার আজকের চিত্র দেখুন ছবিতে