প্রিয় নবীজি (সাঃ) বলেছেন :
মহামারি থেকে দূরে থাকা, ভয় করা, পালানোর চেষ্টা করা যুদ্ধের ময়দান থেকে পালানোর মতো। অর্থাৎ কবিরা গুনাহ। যে ব্যক্তি মহামারিতে মৃত্যুবরণ করল অথবা ধৈর্যধারণ করল সে শহীদের সমান পুণ্য লাভ করবে। (মুসনাদ আহমদ, মিশকাত : ১৫৯৭)
প্রিয় নবীজি (সাঃ) বলেছেন
শহীদ পাঁচ প্রকার। যেমন-
১) প্লেগ বা মহামারিতে মৃত্যুবরণকারী।
২) পেটের পীড়ায় মৃত্যুবরণকারী। ৩) পানিতে ডুবে মৃত্যুবরণকারী।
৪) কুপে পড়ে মৃত্যুবরণকারী। ও
৫) আল্লাহর রাস্তায় শহীদ।
(বুখারি ও মুসলিম)
প্রিয় নবীজি (সাঃ) বলেছেন' Dislike
আল্লাহর রাস্তায় নিহত হওয়া ছাড়া শহীদ সাতজন।
১) প্লেগে মৃত্যুবরণকারী,
২) পানিতে ডুবে মৃত্যুবরণকারী,
৩) আঘাতে মৃত্যুবরণকারী,
৪) পেটের পীড়ায় মৃত্যুবরণকারী,
৫) আগুনে পুড়ে মৃত্যুবরণকারী,
৬) কূপে পড়ে মৃত্যুবরণকারী ও
৭) সন্তান প্রসব যন্ত্রণায় মত্যবরণকারী