কেমন ছিলেন আমাদের প্রিয় নবী (সা
১.তিনি দীর্ঘ সময় নীরব থাকতেন।
২. তিনি কম হাসতেন।
৩. তিনি মুচকি হাসতেন।
৪. সবাইকে আগে সালাম দিতেন।
৫. ঘুম থেকে জেগে মেসওয়াক করতেন।
৬. সব সময় আল্লাহকে স্বরণ করতেন।
৭. তাহাজ্জুদ সালাত ত্যাগ করতেন না।
৮. সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন।
৯. বিপদে পড়লে তাৎক্ষণিক সালাতে দাঁড়িয়ে যোজke
১০. নিজের জন্য কখনোই প্রতিশোধ গ্রহন করতেন না। ১১.যুদ্ধক্ষেএ ছাড়া কাউকে আঘাত করেন নি। =
১২. তিনি ছিলেন সৎ চরিত্রবান।
১৩.কেউ অসুস্থ হলে অসুস্থদের খুঁজ খবর নিতেন।
3,051
১৪. মিথ্যাকে সর্বাধিক ঘৃণা করতেন।
১৫. অন্যকে ক্ষমা করে দেওয়া অধিক পছন্দ করতেন।
মাশাআল্লাহ আমাদের প্রিয় নবী (সা কতই না সুন্দর ছিলেন। তাই আমাদের উচিত তাকে অনুসরণ করা।
Sinha Rupa
Xóa nhận xét
Bạn có chắc chắn muốn xóa nhận xét này không?