উবাদাহ বিন ছামেত (রাঃ) থেকে বর্ণিতঃ
হযরত মোহাম্মদ সাঃ বলেছেন
তোমরা নিজেদের পক্ষ হতে আমাকে ছয়টি বিষয়ের জামানত দাও,
আমি তোমাদের জন জাহান্নামে যামিন হব
(১)তোমরা যখন কথাবার্তা বল, তখন সত্য বলবে।
(২) যখন ওয়াদা কর, তা পূর্ণ করবে
(৩) নিজেদের লজ্জাস্থানকে হেফাযত করবে।
(৪) স্বীয় দৃষ্টিকে অবনমিত রাখবে এবং
(৫) স্বীয় হস্তকে (অন্যায় কাজ হতে) বিরত রাখবে'
৬) যখন তোমাদের কাছে আমানত রাখা হয়, তা আদায় করবে।
আহমাদ, বায়হাক্বী, মিশকাত হা/৪৮৭০, সনদ হাসান)
お気に入り
コメント
シェア
JHuma771
コメントを削除
このコメントを削除してもよろしいですか?