45 w ·Translate

অর্থ ব্যয় না করেই সাদাকাহ দেয়ার সওয়াব যে ১৫ টি কাজেঃ

১) একবার সুবহানাল্লাহ বলা একটি সদাকাহ।

২) একবার আলহামদুলিল্লাহ বলা একটি সাদাকাহ। ৩) একবার আল্লাহু আকবার বলা একটি সদাকাহ।

৪) একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা একটি সাদাকাহ।

৫) একটি ভাল কাজের আদেশ করা একটি সাদাকাহ।

৬) একটি খারাপ কাজে বারণ করা একটি সাদাকাহ।

৭) মুসলিম ভাইকে দেখে মুচকি হাসি দেয়া একটি সাদাকাহ।


৮) নিজ হাতে লাগানো গাছের পাতা, ফল কোন প্রাণীতে খাওয়া একটি সাদাকাহ।

৯) কাউকে একটি বোঝা তার বাহনে তুলে দিতে সহযোগিতা করা একটি সদাকাহ।


১০) কাউকে একটি বোঝা তার বাহন থেকে নামাতে সহযোগিতা করা একটি সদাকাহ।

১১) স্ত্রীর সাথে নিজের দৈহিক চাহিদা পূরণ করা একটি সাদাকাহ।

১২) বিবাদমান দু'ব্যক্তির মাঝে সুবিচার করা একটি
সাদাকাহ।

১৩) একটি উত্তম কথা একটি সাদাকাহ।

১৪) সালাতের জন্যে মসজিদের পথে প্রতিটি পদক্ষেপ

টি সদাকাহ।

(১৫)রাস্তা থেকে একটি কষ্টকর বস্তুকে সরিয়ে ফেলা
সদাকাহ।

AFace1 লাইক, কমেন্ট, পোস্ট করে ইনকাম করুন। এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আর কোথাও কারো কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন হবে না . কিভাবে কাজ করবেন কিভাবে উইথড্রো করবেন এবং কিভাবে বেশি টাকা ইনকাম করবেন .এখানে কোন ইনভেস্ট করার প্রয়োজন হয় না .শুধু আপনি আপনার সময় দিন আর এরা আপনাকে টাকা দেবে.

3 hrs ·Translate

পরিশেষে বলা যায়, লজ্জাপতি গাছ একটি সহজলভ্য অথচ অত্যন্ত কার্যকর ঔষধি উদ্ভিদ। তবে যেকোনো প্রাকৃতিক ঔষধ ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করা উত্তম, বিশেষ করে যদি আপনি আগে থেকে কোনো ওষুধ সেবন করেন বা স্বাস্থ্য সমস্যা থাকে।

3 hrs ·Translate

ত্বকের নানা রোগ যেমন একজিমা, চুলকানি বা ফোঁড়ার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর। পাতার পেস্ট করে আক্রান্ত স্থানে প্রয়োগ করলে আরাম মেলে এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ কমে যায়।

3 hrs ·Translate

হেমোরয়েড বা অর্শ রোগেও লজ্জাপতির ব্যবহার রয়েছে। এর শুকনো পাতা গুঁড়ো করে দিনে দু’বার খেলে রক্ত পড়া কমে এবং ব্যথা উপশম হয়। একইসাথে, পাইলসের জন্য বাহ্যিক প্রয়োগেও পাতার পেস্ট ব্যবহার করা হয়।

3 hrs ·Translate

নারীস্বাস্থ্য রক্ষায় লজ্জাপতির ভূমিকা অনন্য। অতিরিক্ত স্রাব, অনিয়মিত মাসিক বা জরায়ু সংক্রান্ত নানা সমস্যায় লজ্জাপতির মূল এবং পাতার রস বিশেষ কার্যকর। আয়ুর্বেদ মতে, এটি জরায়ু টনিক হিসেবেও কাজ করে।