অর্থ ব্যয় না করেই সাদাকাহ দেয়ার সওয়াব যে ১৫ টি কাজেঃ
১) একবার সুবহানাল্লাহ বলা একটি সদাকাহ।
২) একবার আলহামদুলিল্লাহ বলা একটি সাদাকাহ। ৩) একবার আল্লাহু আকবার বলা একটি সদাকাহ।
৪) একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা একটি সাদাকাহ।
৫) একটি ভাল কাজের আদেশ করা একটি সাদাকাহ।
৬) একটি খারাপ কাজে বারণ করা একটি সাদাকাহ।
৭) মুসলিম ভাইকে দেখে মুচকি হাসি দেয়া একটি সাদাকাহ।
৮) নিজ হাতে লাগানো গাছের পাতা, ফল কোন প্রাণীতে খাওয়া একটি সাদাকাহ।
৯) কাউকে একটি বোঝা তার বাহনে তুলে দিতে সহযোগিতা করা একটি সদাকাহ।
১০) কাউকে একটি বোঝা তার বাহন থেকে নামাতে সহযোগিতা করা একটি সদাকাহ।
১১) স্ত্রীর সাথে নিজের দৈহিক চাহিদা পূরণ করা একটি সাদাকাহ।
১২) বিবাদমান দু'ব্যক্তির মাঝে সুবিচার করা একটি
সাদাকাহ।
১৩) একটি উত্তম কথা একটি সাদাকাহ।
১৪) সালাতের জন্যে মসজিদের পথে প্রতিটি পদক্ষেপ
টি সদাকাহ।
(১৫)রাস্তা থেকে একটি কষ্টকর বস্তুকে সরিয়ে ফেলা
সদাকাহ।
JHuma771
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?