ভালবাসা হলো এমন একটি মায়া তুমি যত দুরে যাবে যাবে ততই কাছে টানবে যত ভুলে যাবে ততই মনে পড়বে আর যতটুকু হাসবে তার থেকে বেশি কাঁদবেকিছু কষ্টো আছে জমা এইনা মনের ঘরে কিছুটা জল চোখটা বেয়ে অঝোর ধারায় ঝড়ে। চোখটা মুছে হঠাত আবার মিথ্যেকরে হাসি হাসতে হাসতে খুঁজতে থাকি কেন ভালোবাসিতুমি একদিন আমার মত কষ্ট পাবে তুমিও আমার মত চোখের জল ফেলবে আর তুমি আমার কথা ভাববে কবে জানো? যে দিন তুমি আমার মত সত্যি ভালোবাসবে।?
お気に入り
コメント
シェア