1 y ·Traducciones

আমার চোখ ঝলসে গিয়েছিলো, কিছু মুহুর্তের জন্য থমকে গিয়েছিলো, চারপাশের প্রতিটা বস্তু, সাথে আমিও। আজও মনে পড়ে সেই অপ্রত্যাশিত সন্ধ্যার কথা, তাকে দেখে হঠাৎ বিষ্ময়ের সেই মুহূর্তের কথা। কিন্তু আজ মেঘযুক্ত সন্ধ্যা এলেও, সে আর আসে না বৃষ্টি নামাতে।