1 y ·перевести

রাগের মাথায় তালাক দিলে : তালাক হয়ে যাবে!

অনেকে মনে করেন

রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। আসলে তালাক তো দেওয়াই হয় রাগের মাথায়। কয়জন আছে, শান্তভাবে তালাক দেয়! মূলত রাগের অবস্থায় তালাক দিলেও তালাক হয়ে যায়, এমনকি হাস্যরস বা ঠাট্টাচ্ছলে তালাক দিলেও।

তা পতিত হয়ে যায় কেননা-----

রাসূল (সাঃ) বলেছেন:

جد : النكاح ، والطلاق ثلاث جِدهُنَّ جِد وَهَزَلَهُنَّ 1.2k وهو الزج وَالرَّجْعَةُ

তিনটি বিষয় এমন রয়েছে যা রাগ হোক বা হাসি ঠাট্টাস হোক সর্বাবস্থায় কার্যকরী হয়ে থাকে। বিবাহ, তালাক ও রজয়াত।

(আবু দাউদ ২১৯৪ তিরমিজি ১১৮৪)

• আল্লাহ তা'য়ালা বলেন:



যদি সে স্ত্রীকে (তৃতীয়বার) তালাক দেয়া হয়, 3 তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোন স্বামীর সাথে বিয়ে করে না নেবে, তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়, তাহলে Share তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে
। যদি আল্লাহর হুকুম বজায় রাখার ইচ্ছা

থাকে। আর এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা,


এসব বর্ণনা করা হয়।

শেষ ঠিকানা দুষ্টামি বা রাগের মাথায় তালাক দিলে।