রাসূল সাঃ এর প্রিয় কিছু কাজঃ-
১. বিপদের সময় মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলতেন।
২. খুব খুশি হলে সিজদায় লুটিয়ে পড়তেন।
৩. কখনোই দাঁড়িয়ে জুতো পড়তেন না।
৪. ফজরের সালাতের পর সালাতের স্থানে বসে তাজবীহ, তাহলীল করতেন এবং সূর্য ওঠার পর ২ র.. সালাত আদায় করতেন।
৫. বাড়িতে অযু করে রুমাল দিয়ে হাত পা মুছে মসজিদে জামাআতে শরিক হতেন।
৬. ধোঁয়া ওঠা গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত কখনোই খেতেন না।
৭. সুন্নত ও নফল সালাতগুলো সব আদায় করতেন।
Suka
Komentar
Membagikan
Sadia Akter
Hapus Komentar
Apakah Anda yakin ingin menghapus komentar ini?