স্বপ্ন সে তো সত্যি হওয়ার নয় তবুও তোমার তরে চেয়ে থাকি আমি। ভালোবেসে ভুল করেছি যা কখনো ক্ষমার যোগ্য নয়। তোমার ভালবাসায় এতটা বিষন্ন হয়ে আজ করি হাহাকার।কষ্ট সে তো বলার নয় তাইতো আজ তোমাকে নিয়ে কোন কল্পনা করি না। ভালোবাসার ব্যর্থতা মাথায় নিয়ে আজ আমি বড় অসহায়, তোমাকে ভালোবেসে যে ভুল আমি করেছি তার প্রায়শ্চিত্ত এখন দিচ্ছি।সবকিছু সম্পূর্ণ ভাবে চাইতে নেই। কিছু না পাওয়া থাকা ভালো। কারণ গোলাপের সম্পূর্ণ গাছটাকে চাইতে গেলে কাঁটার আঁচড়ও সহ্য করতে হবে।
Giống
Bình luận
Đăng lại