একটা সময় আপনি সত্যিই অনুভব করতে পারবেন, যে আপনাকে ছেড়ে চলে গেছে সে আসলে ভালোর জন্যই গেছে। কারন আপনাকে পাওয়ার যোগ্যতা তার ছিলো না।
হিমাংশুর সাথে যখন নেহার বিচ্ছেদ হয় তখন এক রিয়েলিটি শো তে এসে নেহা ভীষণ কান্না করেছিলো। তখন অভিনেত্রী শিল্পা শেঠি তাকে বলে, "সেলিব্রিটিদের সব সময় একটা কথা মাথায় রাখতে হয়, তাদের এতো সহজে ভেঙ্গে পড়তে হয় না।"
ঠিক তাই। তাদের সবার সামনে হয়তো ভালো থাকার অভিনয় করতে হয় কিন্তু দিনশেষে তারাও কাঁদে। সেলিব্রিটি হোক আর যাই হোক দিনশেষে সেও একটা সাধারণ মেয়ের মতোই। তারও কষ্ট হয়, তারও মন ভাঙ্গে।
কিন্তু ঠিক সময় কেউ একজন এসে তার ক্ষতটা ঠিক সারিয়ে দিয়েছে। সবাই প্রতারক হয় না, সবাই মন ভাঙ্গে না। বরং ভাঙ্গা মনটাকে ভালোবাসা দিয়ে জোড়া লাগিয়ে তাতে আবার প্রান ফিরিয়ে আনে।🖤
お気に入り
コメント
シェア