এইজন্য আমি ফেসবুকে মেয়েদেরকে রাখি৷ তাদেরকে দেখলেই মনে হয় জীবনটা সুন্দর।
যেমন আজকে সকালে উঠেই এক মেয়ের ফেসবুকে দেখলাম কতবেল খাবে সেটার ছবি দিছে। দেখেই মনটা ভালো হয়ে গেল। ইচ্ছা হইলো আমিও খাই। এইটাই তো হওয়া উচিত৷ বাজারে কতবেল এখনো সয়লাব হয় নাই, তবু খুঁজে আনাইলাম একটা৷ এইটাই জীবন। ছোট ছোট আনন্দ।
অথচ ছেলেদের ফেসবুকে যান, দেখবেন ভালো কিছু নাই। বাচ্চা পোলাপান বইসা বইসা বুদ্ধিজীবিতা করতেছে৷ আরে, তোর বুদ্ধিজীবিতা দিয়া আমি কী করবো? পারলে কিছু ভ্যালু অ্যাড কর অন্যের জীবনে। না হইলে কতবেল খা। বিরক্তিকর!
Tycka om
Kommentar
Dela med sig