টিউশনে নাস্তা দেয়ার সময় রুমের ভিতর থেকে স্টুডেন্ট এর আম্মু তাকে ডেকে বলল, "তোমার স্যারের নাস্তা নিয়ে যাও"।
.
স্টুডেন্ট নাস্তা নিয়ে আসার সময় দেখল, স্যারের নাস্তা হিসেবে মিষ্টি দেয়া হয়েছে।
তো সে তার মায়ের কাছে বায়না ধরল, "মা আমিও মিষ্টি খাব"।
মা তাকে বুঝিয়ে বলল......
"শোন, উনি তো আর সব মিষ্টি খাবেন না, ভদ্রতা করে একটা দুটো রেখে দেবেন। তখন ঘরে এনে খেও।"
সে রাজি হল। মিষ্টি দেওয়া হল। আমিও খাচ্ছি, না শোনার ভান করেই। স্টুডেন্ট দেখল আমি সব মিষ্টিই খেয়ে ফেলসি! সে তখন চেঁচিয়ে উঠল,
- মা, মা, স্যার তো ভদ্রতাও খেয়ে ফেলল! 🙂
Me gusta
Comentario
Compartir