প্রিন্সেস ডায়নার হাজবেন্ড প্রিন্স চার্লস যেদিন তার প:র:কী:য়া:র কথা স্বীকার করেন ডায়নার কাছে ডায়না সেদিন এই কথাটা শুনার পর ব্ল্যাক একটা গাউন পরে লন্ডনের একটা প্রোগ্রামে যায়। সেই ব্ল্যাক গাউন টা রিভেঞ্জ ড্রেস নামে পরিচিত। ডায়না সেদিন তার পারসোনাল মেকাপ আর্টিস্ট কে বলেছিলেন। আমাকে আজকে সবচেয়ে সুন্দর লাগাতে হবে।
যেন আমাকে দেখেই দুনিয়া বুঝতে পারে আমাকে আমার হাজবেন্ড চুজ করে নাই এজন্য আমি দায়ী না। আমি সবচেয়ে বেস্ট। এজন্য সে নিজেই দায়ী কারণ সে আমার মতো সবচেয়ে সুন্দর মেয়েকে ছেড়ে অন্য কোনো মেয়ের কাছে গিয়েছে। এবং সেই পার্টিতে ডায়নার রুপের ঝলকে আসলেই চারপাশে আলোকিত হয়েছিলো।
এই কারনেই ডায়নার পরনের সেই ড্রেস কে বলা হয় রিভেঞ্জ ড্রেস নারীরা, রিভেঞ্জ নিতে হয় এভাবে। নিজেকে বেস্ট বানিয়ে। কান্নাকাটি করে কোনো লাভ নেই লস ছাড়া। তুমি একাই কষ্ট পাচ্ছো ট্রাস্ট মি। আর কারো কোনো কিছুই যায় আসছে না। সো এভাবে রিভেঞ্জ নিতে শিখো বেস্ট হয়ে।
Easmin
Ellimina il commento
Sei sicuro di voler eliminare questo commento ?