1 y ·übersetzen

আল্লাহ বলেন:


অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো, অভিযো করা বন্ধ করো, নিজের উপর অতিরিক্ত চাপ দেয়া বন্ধ করো। বরং তুমি আমাকে বিশ্বাস করো, আমার উপরে তোমার বিশ্বাস কোথায়? আমি তোমাকে তোমার পরিকল্পনার চেয়েও বেশি ভালোবাসি, আমি তোমাকে হতাশ করবো না।