Easmin  
1 와이 ·번역하다

কারো শারীরিক সৌন্দর্য, হাই-লেভেলের চাকুরী অথবা ধনী ঘরে জন্ম দেখে মোটেও আফসোস করবেন না।

কারণ, কোনটা নিয়ামত আর কোনটা গজব আপনি সেটা জানেন না। কত লোক সৌন্দর্যের কারণে চরিত্র হারিয়েছে, উচ্চপদের চাকরি পেয়ে সততা গেছে, ধনাঢ্য পরিবারে জন্ম হওয়াতে জীবন ধ্বংস হয়েছে তার কোনো হিসেব নেই!

সুতরাং, আল্লাহ যা দিয়েছেন তা নিয়েই শুকরিয়া আদায় করুন এবং বলুন আলহামদুলিল্লাহ!