গুনাহ করলে নামাজ পড়লে
১) মন অশান্ত থাকে।
২) রিজিক সংকীর্ণ হয়ে যায়।
৩) আল্লাহ নারাজ হন।
৪) অভাব দেখা দেয়৪
৫) সংসারে অশান্তি আসে।
৬) মানুষ খারাপ জানে।
৭) ফেরেশতারা বদদোয়া করে
৮) কষ্টের মৃত্যু হয়।
৯) কবরে আজাব হয়।
১০) জাহান্নামে যাওয়ার
সম্ভাবনা থাকে।
১) মনে শান্তি আসে।
২) রিজিকে বরকত হয়।
৩) আল্লাহ খুশি হন।
অভাব দূর হয়।
৫) সংসারে শান্তি আসে।
৬) সবাই ভালোবাসে ম সম্মান করে।
৭) ফেরেশতারা দোয়া করে।
৮) ঈমানের সাথে মৃত্যু
৯) কবরের আজাব দূরshale
১০) জান্নাত পাওয়া যায়।
হে রব্বুল আলামীন আল্লাহ আমাদের সকল মাফ করে দিন আমিন
إعجاب
علق
شارك
JHuma771
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟
hridoy111
حذف التعليق
هل أنت متاكد من حذف هذا التعليق ؟