ফরজ গোসলের নিয়ম
১. বিসমিল্লাহির রাহমানির রাহিম বলে গোসল শুরু করা।
২. উভয় হাতের কবজি পর্যন্ত ধোয়া।
৩. বাঁ হাতে পানি দিয়ে লজ্জাস্থান পরিষ্কার করা।
৪. কাপড়ে বা শরীরের কোনো অংশে নাপাক কিছু লেগে থাকলে তা ধুয়ে নেওয়া।
৫. পা ধোয়া ছাড়া অজু করে নেওয়া
৬. গোসলের তিন কাজ- কুলি করা, নাকে পানি দেওয়া এবং পুরো শরীর ভালোভাবে ধুয়ে নেওয়া। যাতে শরীরের একটি লোমকুপও শুকনো না থাকে.
৭. গোসলের স্থান থেকে একটু সরে এলে উভয় পা ভালোভাবে ধোয়া।
লাইক
মন্তব্য করুন
শেয়ার করুন
JHuma771
মন্তব্য মুছুন
আপনি কি এই মন্তব্যটি মুছে ফেলার বিষয়ে নিশ্চিত?
Kader 11
মন্তব্য মুছুন
আপনি কি এই মন্তব্যটি মুছে ফেলার বিষয়ে নিশ্চিত?