সুস্থ সমাজ জীবন ও স্বাভাবিক জীবন অতিবাহিত করার জন্য অর্ধেক প্রয়োজন অনস্বীকার্য। কিন্তু অর্থ যেন অনর্থের মূল না হয় তার দিকে লক্ষ্য রাখতে হবে। সকল অনর্থ্যের মূল হিসেবে বিবেচিত অর্থ সম্পদের ব্যবহার সম্পর্কে সচেতন থাকতে হবে। মনে রাখতে হবে, অর্থের সুষ্ঠু ব্যবহারই এর মর্যাদা বৃদ্ধি করে। প্রসঙ্গত বেগুনের উক্তিটি কোন ধান যজ্ঞ: টাকা পয়সা বৃদ্ধ হিসেবে উত্তম হলেও মনিব হিসেবে একেবারে মন্দ।
Мне нравится
Комментарий
Перепост