অন্যায় কে সাহসিকতার সঙ্গে মোকাবিলা না করে ক্ষমা করে দেওয়ার মধ্যে মানব চরিত্রের দুর্বলতম দিক রহি প্রকাশ ঘ। অন্যায়কে প্রশ্রয় দান করলে পৃথিবীর মানুষের বসবাসের অযোগ্য। বস্তুত ও মানুষ শুধু তিতিক্ষা ও করুণা বসতই অন্যায়কারীকে ক্ষমা করেনা তার এই মনুষ্যত্বের নেপথ রয়েছে এক আত্মপলায়নী মনোভাব। নিজেকে অপরাধীর সংস্রব থেকে দূরে সরিয়ে রাখাকে সে নিরাপদ বলে মনে করে। অধিকাংশ মানুষের এই নির্দিষ্ট নিষ্পীয়তা অন্যায়কারীকে পরোক্ষভাবে সাহস যোগায়।
Gefällt mir
Kommentar
Teilen