আলোকিত মানুষের মহান দত্ত সকলকে নবচেতনায় উজ্জীবিত করে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া এবং অপরকে আলোকিত করা। পদার্থের জীবন উৎসর্গ করার মাধ্যমে মানবজীবন সার্থকতার উজ্জ্বল হয়ে। সমাজের কল্যাণে নিজেদের নিঃশেষে বিলিয়ে দেওয়ার মধ্যে আছে পরম সুখ। অনির্বচনীয় আনন্দ ও অপরিসীম পরি তৃপ্তি। সমাজবদ্ধ প্রতিটি মানুষ যদি সমাজের বৃহত্তর কল্যাণের জন্য নিজ নিজ সামর্থ্য ও যোগ্যতা অনুসারে মেধা ও শ্রম না দেয় তবে সমাজের অগ্রগতি ব্যাহত হয় এবং তার শেষ পর্যন্ত ব্যক্তির জীবনের সংকট বই আনে।
Kao
Komentar
Udio