তাজমহত আলোকিত মানুষ শুধু নিজের অন্ধকার দূর করেই ক্ষান্ত হন না বরং তার মহৎ জ্ঞানের আলো সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিয়ে বিশ্বময় সমাজকে আলোকিত করে তোলেন। মানুষের জীবন সমাজের সঙ্গে অচিদ্ধ বন্ধনে বা। প্রাণিজগতে মানুষের শ্রেষ্ঠত্বের কারণ মানুষকে বলে নিজেকে নিয়ে ব্যস্ত নয়। অন্যান্য প্রাণীর মতো কেবল নিজের প্রাণ ও বংশ রক্ষা তেইশে ব্যাপকৃত থাকে না সমাজ সভ্যতার অগ্রগতিতেও তাকে ভূমিকা রাখতে হয়।। সমাজ জীবনে ব্যক্তি মানুষের জীবনকে নিশ্চিত নিরাপদ সুখময় উন্নয়নমুখী করা নিশ্চয়তা দেয়।
Mi piace
Commento
Condividi