জগতের সাধু ও মহৎ ব্যক্তিগণ ও তাই করেন। তারা সর্বদা পরের হিত সাধনে ব্যাপৃত থাকেন এবং পরের তরে জীবন বিসর্জন দিতেও কুষ্ঠবদ্ধ করেন না। তারা সর্বদা পরের হিত সাধনে ব্যাপৃত থাকেন এবং পরের তরে জীবন বিসর্জন দিতেও কোনটা বদ্ধ করেন না। কেননা বৃষ্টি স্বার্থ পরিহারের মায়ার্ধ নেই সমাজ সুন্দর ও সার্থক হয়ে ওঠে। মানুষ সবার সঙ্গে সবার মধ্যে সবার জন্য বাঁচে। পরের কল্যাণে আত্মত্যাগের অপরিসীম আনন্দের জীবন সীমিত হয় পরস্পরের মঙ্গলের চেষ্টা তে সমাজ কল্যাণ হয় মানুষের জীবন হয় সার্থক।
Tycka om
Kommentar
Dela med sig