আঁধারের পটভূমিতেই উদ্ভাবিত হয় আলোর মহিমা।। যদি পৃথিবীতে কখনো সূর্য অস্ত না যেত অহরাত্র সূর্যালোকে চারদিকে প্লাবিত হতো তাহলে তার কি কোন মূল্য থাকতো? অন্ধকার এসে দিবালোকে গ্রাস করে বলেই দিনের আলো বিচিত্র হীন ও বৈশিষ্ট্যহীন হয়ে পড়ে না। আলো-আঁধারের এই আগমনের নির্গমন আছো বলে পৃথিবী বৈচিত্র্যময় ও সুন্দর হয়ে উঠেছে। আমাদের এই সুন্দর পৃথিবীতে পরস্পর বিপরীত ধর্মী উপাদান সমূহের দায়িত প্রক্রিয়া সচল অস্তিত্ব বান।
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری