বৃষ্টি ধ্বংস জন্ম মৃত্যু আলো আঁধার সুখ-দুঃখ আনন্দ বেদনার তৃপ্তি-অতৃপ্তি ভালো-মন্দ ইতর ভদ্র সুজন কুজন পাহাড় সমতল মরুভূমি সমুদ্র এসব প্রাকৃতিক বিপরীতে সম্মানের গড়ে উঠেছে এ জগত সংসার। এই রোগ বিপরীতদের মধ্যে সৃষ্টির সৌন্দর্য নিহিত রয়েছে। নির্বিচিনা সব কিছুর অস্তিত্বের মূল্যহীন। ধ্বংসের ভয় আছে বলেই মানুষ সৃষ্টিকে সমৃদ্ধ করে ভালোবাসে। পৃথিবীর সুখের অস্তিত্ব আছে বলেই মানুষ দুঃখের হাসি মুখে বরণ করে সুখের আশায়। আর দুঃখের অস্তিত্ব আছে বলেই সুখের প্রিন্টে বসবাস করার জন্য মানুষের প্রাণান্ত প্রচেষ্টা।
Tycka om
Kommentar
Dela med sig