সভ্যতার শুরু থেকে বর্তমান পর্যন্ত মানুষই প্রকৃতির ওপর ক্রমে আধিপত্য বিস্তার করেছে। গড়ে তুলেছে গ্রাম নগর সভ্যতা। সেটার জ্ঞান বুদ্ধি দিয়ে অনু থেকে অট্টালিকা সাগর থেকে মহাসাগর পর্যন্ত জয় করে নিয়েছে। মানুষের আরাম-আয়েশের জন্য উদ্ভাবন করেছেন নানা প্রয়োজনীয় সাম। সভ্যতা কে টিকিয়ে রাখার জন্য সেই সৃষ্টি করেছে শিল্প ও সাহিত্য বিজ্ঞান দর্শন। এভাবে আদি থেকে বর্তমান পর্যন্ত মানুষটা শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছে। তবে মানুষ তার শক্তির দম্ভে যদি ব্যথিত পীড়িত প্রার্থীর দুঃখ দুর্দশার রাহুকরা সে নিবেদিত এবং ভাগ্য হতো মানুষকে তুচ্ছ জ্ঞান করে তাহলে সেটা দামীকের ওপর স্রষ্টার অভিশাপ নেমে আসে তার শ্রেষ্ঠত্বের পরাজয় অপমৃত্যু ঘটে।
Curtir
Comentario
Compartilhar
Easmin
Deletar comentário
Deletar comentário ?